News

ওয়েবসাইটে ডিজিটাল সিগনেচার ইন্টিগ্রেট করার এক্সটেনশন

কোনো ওয়েবসাইটে ডিজিটাল স্বাক্ষর ইন্টিগ্রেট করা বিরাট টেকনিক্যাল চ্যালেঞ্জ। কারণ, ব্রাউজার কখনও স্মার্ট কার্ড/ইউএসবি টোকেন/ও এস কী স্টোরে  থাকা ব্যবহারকারীর (ক্রিপ্টোগ্রাফিক কী) Cryptographic key কে সরাসরি Access করতে পারে না। ফলে ব্রাউজার দিয়ে ডিজিটাল স্বাক্ষর করা সহজ হয় না। 

এই সমস্যা সমাধানের পথ বাতলে দিয়েছে বিজিডি ই-গভ সার্ট। সার্টের বিসিসি-সিএ টিম একটি ব্রাউজার এক্সটেনশন তৈরি করেছে; যার মাধ্যমে স্বল্প পরিমাণ কোডিংয়ের মাধ্যমে ওয়েবসাইটে ডিজিটাল সিগনেচার ইন্টিগ্রেট করা সম্ভব। 

Open Signer Link

https://www.bvnews24.com/information-technology/news/53952